পাবনা প্রতিনিধি : পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ হলো স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনোমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি। এই চারটি বিষয় ঠিক থাকলে বাংদেশে হবে দারিদ্রমুক্ত, শোষনমুক্ত, শান্তিপুর্ণ, সমৃদ্ধি, টেকসই উন্নত বাংলাদেশ। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ই হলো জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশে কেউ দরিদ্র লোক থাকবে না।
বর্তমান সরকার টিসিবি, বিভিন্ন প্রকার ভাতা, বৃত্তি,্ঋণ সহ বিভিন্ন সহযোগীতার মাধ্যমে মানুষকে সহযোগীতা কওে আসছে। এসডিজি বাস্তবায়নে ব্যাপক কর্মসুচী গ্রহন করেছে। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার হাতকে আরো শক্তি শালী করতে হবে।
বুধবার দুপুরে পাবনার আটঘৈারিয়া উপজেলার দেবত্তর ইউনিয়নে পাটেশ্বর গ্রামে স্থাপিত আশ্রয়ণ প্রকল্পের বাসীন্দা দের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরন কালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দেবত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ চঞ্চল হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ ।