চাটমোহর (পাবনা) প্রতিনিধি
রবিবার (২৯ জানুয়ারী) ভোর রাতে অগ্নিকান্ডে পুড়ছিল পাবনার চাটমোহর উপজেলার দাঁথিয়া কয়রাপাড়া বাজার এলাকার এক ব্যক্তির রান্নাঘর। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন তার স্বজনরা। এসময় জ্বলন্ত রান্নাঘরটি ধাক্কা দিয়ে ফেলে দিলে সেটি গিয়ে পরে সংলগ্ন কবির মার্কেটে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পরে মার্কেটটিতে। পুড়ে যায় আসাদুজ্জামান স্বপন নামক এক ব্যবসায়ীর তিনটি দোকানের সকল মালপত্র যার আনুমানিক মূল্য প্রায় ৮০ লক্ষাধিক টাকা।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক আসাদুজ্জামান স্বপন জানান, “দাঁথিয়া কয়ড়াপাড়া বাজারের কবির মার্কেটে আমি পাঁচটি দোকান ভাড়া নিয়ে বিভিন্ন পন্য সামগ্রীর ব্যবসা করি। শনিবার রাতে সবগুলো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যাই। মার্কেটের একটি দোকানের পিছনে এক ব্যক্তি বসবাস করতেন। আমার একটি দোকানের পিছনে তার রান্না ঘর ছিল। এই রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হলে বাড়ির মালিক আগুন নেভাতে ঘরটিতে ধাক্কা দিলে আগুন সহ ঘরটি আমার দোকানের ওপড়ে পরে যায়। মূহুর্তের মধ্যে আগুন আমার তিনটি দোকানে ছড়িয়ে পরে। এলাকাবাসী ও চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে আমার তিনটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। শোরুমের টিভি-ফ্রিজ, মুদি দোকানের সকল মালামাল, গো-খাদ্য, স্যানেটারী দোকানের মটর, পাইপ সহ অন্যান্য যন্ত্রাংশ, কীটনাষক দোকনের সকল কীটনাশক পুড়ে যায়। পুড়ে যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৮০ লক্ষাধিক টাকা।”