কালিহাতীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

// কামরুল  হাসান,  টাঙ্গাইল পতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাছ চারান গ্রামে ঘাসফুল প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের উদ্বোধন এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৮ জানুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রামীন প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র (সিআরডিডি)’র পরিচালনায় এ বিদ্যালয়ের উদ্বোধন ও পাছ চারান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করেন, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

আয়োজিত অনুষ্ঠানে গ্রামীন প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র (সিআরডিডি)’র সভাপতি আবরার এইচ কে ইউসুফজাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, কোকডহরা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম বিপ্লব, বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক জাকির হোসেন, কালিহাতী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোকডহরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়ান তালুকদার সেন্টু, সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান সিদ্দিকী তুহিন, সাধারণ সম্পাদক বাকির হোসেন এবং গ্রামীন প্রতিবন্ধী উন্নয়ন কেন্দ্র (সিআরডিডি)’র  প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সিফাত মোহাম্মদ আরেফীন প্রমুখ।