জসীম উদ্দীন ইতি ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের শীতার্ত মানুষের পাশে রয়েছেন। প্রতিটি এলাকায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। শীতে মানুষ যেন কষ্ট না পায় সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার মানুষের পাশে রয়েছে। সমাজের হতদরিদ্র মানুষের শীতের কষ্ট লাগবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ জানুয়ারি সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে
হরিপুর উপজেলা অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ও কর্মকর্তাগনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এইসময় উপজেলা নির্বাহী অফিসার একেএম শরীফুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল,
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আলমগীর, সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক আব্দুল কাইয়ুম পুষ্প, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, হরিপুর থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আনিসুজ্জামান শান্ত, হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামালউদ্দিন, দৈনিক আমাদের হরিপুর প্রত্রিকার সম্পাদক ও হরিপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি জসীমউদ্দীন ইতি উপজেলা সরকারি দপ্তরের প্রতিনিধিগন, রাজনৈতিক, সাংবাদিকসহ সুধী সমাজের ব্যক্তিবর্গগন।
স্থানীয় এমপি আরো বলেন,
একটি মানুষও যেন শীতে কষ্ট না পায় সেজন্য কম্বল বিতরণ করছি। এদেশের মানুষের সুখ ও সমৃদ্ধির জন্য প্রধধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শীত কিংবা বর্ষা যেকোনো ঋতুতে সৃষ্ট সমস্যায় সরকার সবসময় জনগণের পাশে রয়েছে। আওয়ামী লীগ সরকার জনগণের সরকার।