// কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি;; টাঙ্গাইলের প্রতিটি ইউনিয়ন ঘুরে-ঘুরে শীতার্ত মানুষদের শীতবস্ত্র বিতরণ করছেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান শামীমা আক্তার। শীতের শুরু থেকেই মাসব্যাপী এ শীত বস্ত্র বিতরণ করেন তিনি। পাশাপাশি দরিদ্রদের মাঝে নগদ অর্থও বিতরণ করেন তিনি।
জানাগেছে, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া, ঘারিন্দা, গালা, পোড়াবাড়ী,সিলিমপুর, কাকুয়া,কাতুলী, মগড়া, মাহমুদ নগর ,হুগড়া,দাইন্যা ও বাঘিল ইউনিয়নের প্রতিটা গ্রামে ঘুরে-ঘুরে নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করে আসছেন তিনি। শীতবস্ত্র পেয়ে খুশি শীতার্তরা। শীতবস্ত্র পেয়ে, পোড়াবাড়ী ইউনিয়নের অনিতা রাণী, ঘাররিন্দা ইউনিয়নের রাহেলা বেওয়া,মগড়া ইউনিয়নের আব্দুল বারেক মিঞা, কাতুলী ইউনিয়নের নুর আলী, হুগড়া ইউনিয়নের মালেক মিঞা,কাকুয়া ইউনিয়নের জমির বেপারী,করটিয়া ইউনিয়নের মেছিরন বেওয়াসহ অনেই জানান, সংসারে উপার্জনের লোক না থাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসুচীর চাল পেয়ে কোন রকম খেয়ে পড়ে বেঁচে আছি। শীত আসলে আমরা শীতে গরম কাপড় কিনতে পারিনা। আমাদের শামীমা আপা শীতের পোষাক দিয়েছে। শীতের গরম কাপড় পেয়ে আমরা খুব খুশি হয়েছি।
টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের নারী ভাইস-চেয়ারম্যান শামীমা আক্তার জানান, বৈশি^ক মহামারি করোনা কাল থেকেই সাধারণ মানুষের পাসে আছি। খেটে খাওয়া মানুষের জন্য সামান্য উপহার দিতে পেরে আনন্দ উপভোগ করছি। শীত মৌসুমে শীতবস্ত্র অব্যাহত থাকবে বলেও তিনি জানান।