নাটোর প্রতিনিধি.
হিম শীতল বাতাশে বাড়ছে শীতের তীব্রতা। পৌষের কন কনে শীতে রিতীমতো যুবুথুবু অবস্থা। বিত্তবানদের শীত নিবারনের সামর্থ থাকলেও, অসহায় দুস্থদের চিত্র ভিন্ন।এসব অহায়দের শরীরে শীত জেঁকে বসলেও শীত নিবারনের ক্ষেত্রে বড্ড নিরুপায় তারা। এ সমস্ত নিরুপায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন জয় বাংলা উইয়ুথ এওয়ার্ড প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ‘কল্লোল ফাউন্ডেশন’। ২০ জানুয়ারী শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কল্লোল ফাউন্ডেশনে’র উদ্দ্যোগে ৫শতাধিক শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
ফাউন্ডেশানের প্রতিষ্ঠাতা ও সভাপতি বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি এ্যডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি এসব শীত বস্ত্র বিতরন করেন। এসময় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি বাবু রাজ কুমার কাসি, যুগ্ম সম্পাদক রেজাউল করিম সবুজ, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগনেতা মাসুদ সরকার গুরুদাসপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মো.মাজেম আলী মলিন প্রমুখ।
এ্যড. মুক্তি বলেন, ‘ক্ষুধা দারিদ্রমুক্ত দেশ গড়তে জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর কাছ থেকেই শিখেছি কিভাবে অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে হয়। তারই অংশ হিসাবে ‘কল্লোল ফাউন্ডেশানে’র পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতে ব্যাপক পরিসরে সেবা মূলক এসব কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের অসহায় মানুষের পাশে থাকবো।’ গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলায় ১ হাজার কম্বল বিতরনের কাজ চলমান রয়েছে।