বিশ্বকাপ থেকে বিদায় পরিবারের সদস্য হারানোর চেয়েও কষ্টের

কাতার বিশ্বকাপে একঝাঁক তরুণ তারকা খেলোয়াড় নিয়ে ফেভারিট তকমা সঙ্গে করেই বিশ্বকাপ যাত্রা শুরু করে ছিল ব্রাজিল। রাউন্ড-১৬-তে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে জয় পাওয়ার পর ২০০২ সালের পর প্রথম বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার আশা জাগিয়ে তুলেছিল দলটি। তবে কোয়ার্টার ফাইনাল পর্বে মার্কুইনহোস ও রদ্রিগো পেনালটি মিস হওয়ায় ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে থামে বিশ্বকাপ যাত্রা।

সেই বিদায়ের যন্ত্রণা এখনো পোড়াচ্ছে ব্রাজিলিয়নদের। তাইতো কাতার বিশ্বকাপের সেরা গোলদাতা রিচার্লিসন জানান, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিলের পরাজয় ‘পরিবারের সদস্য হারানোর চেয়েও কষ্টের’। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচার্লিসন বলেন, ‘এটা একটি বড় আঘাত ছিল, আমি জানি না এই আঘাত কীভাবে ভুলতে পারব। আমি মনে করি এটা পরিবারের সদস্য হারানোর চেয়েও কষ্টের।’

তিনি আরো বলেন, ‘আজ অবধি আমি যখন আমার সোশ্যাল নেটওয়ার্কগুলোতে ভিডিও দেখি, এটি আমাকে দুঃখ দেয়। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আমি এখনো তরুণ, আমি মনে করি, আমার এখনো এক বা দুইটি বিশ্বকাপ বাকি আছে। আমি কঠোর পরিশ্রম করতে থাকব, যাতে আমি পুনরায় নিজেকে ঠিক রাখতে পারি। আমি আমার লক্ষ্যগুলো ঠিক রাখতে চাই, আমি জানি মাঠে কীভাবে সেরা খেলা বের করতে হয়।’