সাঁথিয়ায় ইটভাটায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সাঁথিয়ায় ইটভাটায় জ¦ালানী হিসেবে কাঠ ব্যবহার করার অপরাধে শনিবার (১৪ জানুয়ারী)দুপুরে উপজেলার ধুলাউড়িতে তিনটি ইটভাটার মালিককে ভাম্যমান আদালতে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান।
জানা যায়,ইট প্রস্তত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুয়ায়ী এম.এন.ডি ব্রিকসের মালিক নজরুল ইসলাম,এম.এস.বি ব্রিকসের মালিক বাকিবিল্লাহ এবং অপর একটি ভাটার মালিক সাইফুল ইসলামসহ প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।এ সময় সাঁথিয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মনিরুজ্জামান জানান, ভাটার মালিকদেরকে দ্রুত কাঠ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।