এনামুল হক টগর
হে অলৌকিক আত্মা,হে ঐশ্বরিক প্রাণ,হে মানবতার সংগ্ৰামী জীবন?
মানব দেহ তো অবিস্মরণীয় জ্ঞানের প্রজ্ঞায় মহাকালের এক যুদ্ধ বিপ্লব ধ্বনি-
আত্মা সেতো সীমাহীন এক মহাবিন্দু! বৃত্তের উর্দ্ধে চক্রাকারে ঘোর মহা-চেতনায়।
ক্ষুদ্র যেন সাধক তপস্যায় শূন্যে মিশে যায় সমগ্ৰের অংশ বৃহৎ আন্দোলনে প্রাণের উদয়।
ঠিক যেন জীবন আগের মতোই সনাতন অনাদি অনন্তের গভীরে ধ্যানে চিরন্তন!
মহাকালের নব নব প্রতিটি প্রাণই চায় আধুনিক সুষম বণ্টন কর্ম নিপুণ।
অতীত বর্তমান ও ভবিষ্যতের উর্দ্ধে এক অদৃশ্য মহাজ্যোতির্ময় বিশ্ব প্রাণ জেগে আছে গোপন!
চলমান গুরুত্বপূর্ণ তত্ত্বজ্ঞানের গভীরে সে দীপ্তিময় ও সভ্যতার মহা-সিরিজ প্রগতি-
জীবন চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়ায় সংস্কারে পরিবর্তনে গতিশীল আর্দশ নীতি।
আবার জীবন কখনো আপোষ মিমাংসা করে পথ চলে দ্যুতিময় আলোর গতি!
এই প্রাণের গভীরেই অসংখ্য হিংসা বিদ্বেষ অহম দ্বন্দ্ব বিলাস ঘৃণা আর কতো হাহাকার,
যা দেহ ও মনকে আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দুঃখ কষ্ট ও যুদ্ধের রণাঙ্গনে ভয়ংকর!
পেছনে প্রিয়তমার সংসার কাঁদে বিপন্ন বিষণ্ণ অনাহারী দরিদ্র ক্ষুধায়,
সামনে নতুন আহবান দক্ষিণ হাওয়া বসন্ত আসন্ন পুষ্প উদ্যানে সুগন্ধ মধুময়।
সময়ের মাঝে জীবন বহুবছর বেঁচে থাক সুখ দুঃখ আনন্দ কষ্ট উপভোগ করে বিলাস যন্ত্রণা।
জ্ঞানীরা অনাগত প্রজন্মের জন্য গবেষণা করে নতুন নতুন উৎপাদ করে শস্য পণ্য।
যুদ্ধ মানবতাকে ধ্বংস করে, আবার যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে শান্তি আনে ন্যায়পরায়ণ।
তন্দ্রার গভীরেই যেন গোপনে লুকিয়ে থাকে নতুন সূর্যের দীপ্ত চেতনা কিরণ।
পৃথিবীর আঁধারে ঘুমিয়ে থাকে কতো ক্লান্ত জীবন করুণ আর্তনাদে তাঁরা বিপন্ন বিষণ্ণ।
হাঁটতে হাঁটতে পথের সাথে পথের হয় ক্ষণিক পরিচয়, জীবনের ক্ষণিক স্মৃতি!
তারপরও লক্ষ কোটি পথ অজানা অচেনাই থেকে যায় রহস্যের বিস্মৃতি।
মহাকালের আঁধার ভেদ করে কতো যুগ-যুগান্তর হারিয়ে গেছে ইতিহাসে বৃত্ত!
অবাক নতুন প্রাণগুলো বিরহ বিচ্ছেদ ও সংগ্ৰামে জেগে ওঠে আসন্ন দিনের বাসনা স্বপ্ন।
জীবনের গভীরে মৃত্যুর শক্তি যেন প্রবল,পৃথিবীতে তাই এতো ঘৃণা,এতো ভালোবাসা।
প্রেমের মিলিত প্রত্যাশাই জীবনকে বাঁচিয়ে রাখে ঐশ্বরিক আলো সংসার আশা!
এ যেন বাকা ধনুকের প্রবণতা,মূল অবস্থায় ফিরে যেতে চায় আদি সনাতন!
জীবনের বাসনা ও মৃত্যুর কামনা পাশাপাশি বাস করে রহস্য তাৎপর্যপূর্ণ!
মৃত্যুর হলো জীবনের এক একান্ত বন্ধু ও নিবিড় সহচর বিশ্বসী প্রেমে সরল সঙ্গী!
সহনশীল ভালোবাসার মতো সে যেন ভাসমান গতিশীল মহাকালের অঙ্গ।
অভিযানে অভিযানে অশুভ অশনি ভেঙে বৈষম্য দূর করে তারপরও ভেদাভেদ।
কখনো জীবন তাঁর অস্তিত্বের চক্র অতিক্রম করতে চায় বাসনার স্বপ্ন সংসার যুদ্ধ!
বেঁচে থাকার আকাঙ্ক্ষার চেয়ে মৃত্যুর শক্তিই প্রবল, প্রাণকে বিনাশ করে ইতিহাস।
অনিচ্ছা সত্ত্বেও মৃত্যু জীবনের সামনে এসে দাঁড়ায় অলৌকিক ঐশ্বরিক অবশেষ!
মৃত্যুর ভয়কে জীবন কখনোই অতিক্রম করতে পারেনি শুধুই প্রাণের পরাজয়।
সত্য উদঘাটন করলে বুঝা যায় জীবন ও মৃত্যু এক নিয়তির ভাগ্য পরিচয়।
শরীর আর হৃদয়ের পাশাপাশি তাঁরা দুজনই বাস করে অবাক স্থির ও চঞ্চল!
সাধনায় ও তপস্যায় জীবন আর মৃত্যু যেন আলোকিত মহামিলনে বন্ধু হয় সরল।