মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি ; শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের বারুয়ামারী গ্রামে বৈদ্যুতায়িত হয়ে লেবিসন চিরান (৩৩) নামে এক আদিবাসী কৃষকের মৃত্যু হয়েছে। ২১ ডিসেম্বর বুধবার বিকেল আড়াই ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। নিহত লেবিসন চিরান একই গ্রামের মৃত উকিন্দ্র মারাকের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার বিকেল আড়াই ঘটিকার দিকে লেবিসন চিরান তার বাড়ীর পাশের পুকুর থেকে সবজি ক্ষেতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাক্তক ভাবে আহত হয়। এসময় তার পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে। উদ্ধারের পর সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাহার এহেন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।