স্টাফ রিপোর্টারঃ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি এবং জেলা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত। গতকাল বেলা সাড়ে ১২ টা থেকে বেলা দেড়টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা দুটিতে সভাপতিত্ব করেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আফরোজা আখতার ( উপ সচিব)। সভায় বক্তব্য দেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান রনি, কৃষি বিপনণ কর্মকর্তা মমতা হক, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিলুজ্জামান, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলম, চেম্বার অব কমার্সের সচিব মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।সভায় সরকারি নির্দেশ বাস্তবায়নে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নিয়োমিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় চেম্বারের পরিচালক সাজ্জাাদ প্রামানিক বাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।