মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে যশোরে ৪৯ বিজিবি’র বিভিন্ন কর্মসুচি পালন

ইয়ানূর রহমান : মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে ৪৯ বিজিবি’র পৃথকভাবে বিভিন্ন কর্মসুচি পালন করেছে। এর মধ্যে অন্যতম রয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর কবরে পুষ্প স্তবক, শ্রদ্ধাঞ্জলি অর্পন
এবং বিশেষ দোয়া অনুষ্ঠান, শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা।

বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর কবরে পুষ্প স্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পন এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকাল ৯০০ টায় মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে বিজিবি মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীর দায়িত্বপূর্ণ কাশিপুর বিওপি এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর কবরে পুষ্প স্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এসময় বীরশ্রেষ্ঠের পরিবারের
সদস্যগণ এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে বীরশ্রেষ্ঠের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত ব্যক্তিবর্গের মাঝে তবারক বিতরণ করা হয়।

এদিকে, মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী’র উপস্থিতিতে ব্যাংদা হাই স্কুল প্রাঙ্গনে সীমান্তবর্তী দুঃস্থ ও অসহায় জনসাধারনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সীমান্তবর্তী এলাকায় প্রায় ৩০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

অপরদিকে, সকাল ১০টায় মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা যশোরের শার্শা উপজেলার অর্ন্তগত কাশিপুর বিওপিতে এই ক্যাম্প পরিচালনা করা হয়। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন।
ক্যাম্পেইনে পুরুষ-৯৫ এবং নারী-২৬০ জন সহ সর্বমোট ৩৫৫ জন জনসাধারণকে এই সেবা প্রদান করা হয়েছে। যথাযথ সর্তকতা মূলক ব্যবস্থা গ্রহণ করে এই ক্যাম্প পরিচালনা করা হয়। সকল সেবা  গ্রহীতার মাঝে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে।#