সঞ্জু রায়, বগুড়া: বগুড়ায় মঙ্গলবার সন্ধ্যায় জমকালো আয়োজনে শহরের সূত্রাপুরের ইয়ামাহা উত্তরা বাইক সেন্টারে একত্রে ১০ জন ক্রেতাকে হস্তান্তর করা হয়েছে মোটরসাইকেল প্রেমীদের বহুল কাঙ্খিত এম.টি ১৫ ভার্সন-২ মোটরসাইকেল।
সারাদেশে ইয়ামাহা’র একমাত্র পরিবেশক হিসেবে এসিআই মোটরস্ এর সিনিয়র টেরিটরি অফিসার হাবিবুল্লাহ মেজবাহ্’র ব্যবস্থাপনায় হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসিআই মোটরস্ এর সিনিয়র টেরিটরি ম্যানেজার (সার্ভিস) উত্তম কুমার দে, উত্তরা বাইক সেন্টারের সত্ত¡াধিকারী আবু মোত্তালিব মানিক, জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, গণমাধ্যমকর্মী সঞ্জু রায়, ব্যবসায়ী নাফিউল নাহিদ প্রমুখ। মাস্টার অফ টর্ক (এম.টি) সারাবিশ্বে জনপ্রিয় এই সিরিজের স্পোর্টস মোটরসাইকেলটি বাংলাদেশে এসেছে এইমাসেই যা ভারতের মার্কেটে আসার পর থেকেই বাংলাদেশের মোটরসাইকেল প্রেমীদের কাছে ছিল চাহিদার তুঙ্গে। সংশ্লিষ্টরা জানান, ১৫৫সিসি ও ৬ গিয়ারের স্পোর্টস এই মোটরসাইকেলটিতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক সকল সুযোগ সুবিধাসম্পন্ন প্রযুক্তির আর মোটরসাইকেলটিকে করা হয়েছে সকলের কাছে বেশ আকর্ষণীয়। শুধু তাই নয় বাজারে থাকা এখন পর্যন্ত সকল মোটরসাইকেল এর তুলনায় এই বাইককে করা হয়েছে সুরক্ষিত ও নিরাপদ সকল ব্যবস্থাপনাসম্পন্ন যার বিক্রয়মূল্য রাখা হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার টাকা। এদিকে বহুল অপেক্ষৃত এই মোটরসাইকেলটি পেতে প্রি-বুকিং দেয়া ১০ জন ক্রেতাকে মঙ্গলবার জমকালো আয়োজনে মোটরসাইকেলগুলো হস্তান্তর করা হয় যা সাড়া ফেলেছে বগুড়ার অন্যান্য মোটরসাইকেল প্রেমীদের মাঝেও।