শেরপুরের ঝিনাইগাতীতে রাস্তার হেরিং বোন বন্ড (এইচএবিবি)কাজের লটারি

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর  প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ১হাজার মিটার (১কি:মি:) রাস্তা হেরিং বোন বন্ড (এইচএবিবি)কাজের লটারি অনুষ্ঠিত হয়। ৯ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে এ লটারি অনুষ্ঠিত হয়। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে উক্ত লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারি পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. ফারুক আল মাসুদ। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সুত্রে জানা গেছে, উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া নয়াপাড়া আশ্রয়ণ প্রকল্পের বাদশার বাড়ি হতে পূর্ব দিকে হালিমের বাড়ি পর্যন্ত ১হাজার মিটার (১ কি:মি:) রাস্তা হেরিং বোন বন্ড (এইচএবিবি) ৫৮লাখ ৩৩ হাজার টাকা ব্যায়ে নির্মিত হবে। এই কাজের বিপরীতে দরপত্র আহবান করা হলে শেরপুর জেলার ৫উপজেলা থেকে 

১শত ৬১টি সিডিউল বিক্রি হয়। এই ১শত ৬১টি সিডিউলের ক্রমিক নম্বরে লটারি করা হয়।  লটারিতে নকলা উপজেলার ১১৮ নং এর মেসার্স রুহান বিল্ডার্স ১ম স্থান অর্জন করে উক্ত কাজ প্রাপ্ত হয়। দ্বিতীয় হয়, ৮৪- মাইন ট্রেডার্স

নালিতাবাড়ী এবং তৃতীয় হয় ১২৫- হাবিব এন্টার প্রাইজ শেরপুর।

উক্ত লটারি অনুষ্ঠানে নলকুড়া ইউপি চেয়ারম্যান ও ঠিকাদার রুকুনুজ্জামান সহ অন্যান্য ঠিকাদার এবঙ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।