রুম হিটার ব্যবহারের নিয়ম

শীতের আমেজ ইতোমধ্যে পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে আর কিছুদিন পরই কনকনে ঠাণ্ডায় কেঁপে উঠতে হবে প্রত্যেককে। রাতভর শিশির কিংবা অসময়ের বৃষ্টিতে শীত বুড়ি আসবে ঝাঁপিয়ে। এমন সময়ে ঘরের পরিবেশ উষ্ণ রাখা জরুরি। সেজন্য রুম হিটার ব্যবহার করতে পারেন। একটু খরুচে হলেও শীতে রুম হিটার কার্যকর। তবে রুম হিটারের ক্ষেত্রে ব্যবহারের নিয়ম জেনে নেওয়া ভাল। চলুন জেনে নেই:

রুম হিটার চালু করার পর একসময় ঘরের কক্ষ তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাবে। তখন আর অতটাও শীত করবে না। সেক্ষেত্রে হিটার বন্ধ করে দিন।
আপনার বাড়ির হিটারের ওয়াট বেশি হলে আলাদা বৈদ্যুতিক বোর্ড ব্যবহার করাই শ্রেয়।
রুম হিটার শিশুদের নাগালের বাইরে রাখার ব্যবস্থা করুন। চেষ্টা করুন এমন জায়গায় রাখতে যেখানে ঘন ঘন যাতায়াত করতে হয় না। এমনকি বড় ঘরের ফাঁকা অংশে হিটার রাখতে পারেন।

ঘরের দরজা-জানালায় ফাটল কিংবা ছিদ্র থাকলে তা বন্ধ করা জরুরি।
দরজার পাশে ফাঁকা জায়গাগুলো কাগজ কিংবা কাপড় দিয়ে বুজে দিন। কারণ অনেক সময় ফাঁকা জায়গা পেলে ঠাণ্ডা বাতাস ঘর দখল করে।
রুম হিটার মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা চালিয়ে রাখলেই হয়। আপনার ঘর গরম হয়ে যাবে। সারাক্ষণ হিটার চালিয়ে বিদ্যুৎ বিল বাড়ানোর দরকার নেই।