আগৈলঝাড়ায় পাওনা টাকা চাওয়ায় আ’লীগ নেতাকে মারধরের অভিযোগে মামলা : দুই ভাই গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় পাওনা টাকা চাইতে গেলে ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় পুলিশ দুই সহোদর ভাইকে গ্রেফতার করেছে। মামলা নং- ২৪/৭।
অভিযোগ ও আহতসূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের মুক্তিযোদ্ধা বখতিয়ার শিকদারের কাছে ৫০ হাজার টাকা পাওনা ছিল একই ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ভালুকশী গ্রামের কাজী ইদ্রিস হোসেনের। এই পাওনা টাকা বুধবার সন্ধ্যায় কাজী ইদ্রিস চাইতে গেলে তাকে বখতিয়ার শিকদারের ছেলে রফিক, সজিব ও রাজিব শিকদার মারধর করে তার সাথে থাকা স্বর্ণের চেইন, নগদ ২০হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কাজী ইদ্রিসকে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে আওয়ামীলীগ নেতা কাজী ইদ্রিস বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ দুই সহোদর ভাই সজিব ও রফিক সিকদারকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।