সাঁথিয়ায় প্রতিবন্দি দরিদ্রদের মাঝে ফাইডসো’র শীতবস্ত্র বিতরন

সাঁথিয়া প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলার ফেইথ ইয়থ ডেভেলপমেন্ট এন্ড সোসাল ওয়েলফেয়ার অর্গানইজেশন (ফাইডসো) কর্তৃক দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্রসহ বিভিন্ন উপকরন বিতরন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলার আর. আতাইকুলা ইউনিয়নের চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফেইথ ইয়থ ডেভেলপমেন্ট এন্ড সোসাল ওয়েলফেয়ার অর্গানইজেশন ”ফাইডসো’র আয়োজনে ও এর প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে এলাকার দরিদ্র প্রতিবন্দীদের মাঝে কম্বল ও লোশন বিতরন অনুষ্ঠিত হয়েছে। সমাজের প্রতিবন্দি ও অসচ্ছলদের উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে স্বাগত বক্তব্য দেন ফাইসো’র নির্বাহী পরিচালক ডাঃ রোকসানা পারভীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, বিশেষ অতিথি অষ্টোলিয়া কার্টিন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আমজাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা এন্তাজ আলী, সাংবাদিক আবু ইসহাক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, ইউপি সদস্য আক্তার হোসেন, সমাজ সেবক ইদ্্িরস আলী প্রমুখ। এসময় স্থানীয় সুধীজন ও উন্নয়ন সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।