ভুল মোজা পায়ের নানা সমস্যা তৈরি করে

আসছে শীত। এখনই শীতের পোশাক কেনার প্রস্তুতি চলছে। এমন সময় মোজা কেনার বিষয়ে বাড়তি মনোযোগ দিতে হবে। । তাই কেমন মোজা কিনবেন তা ভুল মোজা পায়ের নানা সমস্যা তৈরি করেভেবে নেওয়া জরুরি। কিন্তু মোজা কেনার আগে কিছু বিষয়ে মনোযোগ দিতে হবে। সেসব কি? চলুন জেনে নেওয়া যাক:

কাপড় দেখে নিন

মোজা কেনার সময় কাপড় দেখে কিনতে হবে। একজন পূর্ণবয়স্ক মানুষের পায়ের পাতায় প্রায় সোয়া লাখ ঘাম গ্রন্থি থাকে। এজন্য বদ্ধ অবস্থায় পা দ্রুত ঘামে। তাই পায়ের অবস্থা বুঝে মোজার কাপড় বাছাই করতে হবে। বিশেষজ্ঞরা বলেন, পায়ের জন্য কটনের মোজা এড়িয়ে যাওয়াই ভাল। কিন্তু পা কম ঘামলে কটনের মোজা পরা যায়।

সঠিক আকার যাচাই করুন

মোজা কেনার সময় সঠিক আকার যাচাই করা অত্যন্ত জরুরি। আপনার মোজা কোথায় এবং কিভাবে ব্যবহার করবেন তা বোঝা জরুরি। সঠিক আকার এবং আকৃতি মূলত এভাবেই নির্ধারণ করতে হবে।

রক্ষণাবেক্ষণ

রক্ষণাবেক্ষণের দিকটি এড়িয়ে যাওয়া চলবে না। পায়ের স্বাস্থ্যের কথা বিবেচনা করেই দুই তিন জোড়া মোজা কিনে নিন।