আদিতমারীতে কবুলিয়ত জমি জোরপুর্বক দখল করার হুমকি নির্বাহী অফিসার বরাবর অভিযোগ 

লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামে সরকারী কবুলিয়ত জমি জোরপুর্বক দখলের হুমকি প্রদর্শণ করে চলছে। এঘটনায় আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার ও আদিতমারী থানায় ন্যায় বিচারের জন্য অভিযোগ দায়ের করেছেন রাহেনুর আলম। যার কুলিয়ত নম্বর ৩০০/১৯ তারিখ ১৭/০১/২০১৯ ইং। অভিযোগ সুত্রেজানাগেছে, উপজেলার দক্ষিণ গোবধা নিবাসি রাহেনুর আলমের স্ত্রী লাইলী বেগমের বাবা তালেব আলী উক্ত ৩৪ শতক জমি ভোগদখল করার পর মৃত্য বরণ করেন। তার মৃত্যর পর ৩৪ শতক জমির মধ্যে ১৮ শতক জমি মেয়ে লাইলী বেগম ১৭/১/২০১৯ সালে সরকারের নিকট কবুলিয়ত নেন। অবশিষ্ট ১৬ শতক জমির উপরে তালেব আলীর বসতবাড়ী রয়েছে। ওই জমিতে কবুলিয়তকারী লাইলী বেগম স্বামী রাহেনুর আলমসহ চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ আবু বক্কর সিদ্দিকগং বাঁধা প্রদানসহ লাঠিসোটা লোহার রড দিয়ে মারপিটের উপক্রম হয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে প্রতিপক্ষরা মারপিট করার হুমকি দিয়ে চলে যায়। এঘটনায় কবুলিয়তকারী পরিবার নিয়ে মারাত্বক বিপাকে রয়েছে।  এর প্রতিকার চেয়ে কবুলিয়তকারী লাইলী বেগম স্বামী রাহেনুর আলম এই অভিযোগ দায়ের করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার বলেন,যার নামে কবুলিয়ত আছে সে প্রাপ্ত হবে ওই জমি। তবে বিষয়টি খোজ নিয়ে দেখা হচ্ছে জানান।