এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ “রক্ত দাতাদের করি আহ্বান, হারাতে দেব না আর কোন প্রাণ” স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় স্বেচ্ছায় রক্তদান সংগঠন “রক্তের বন্ধন” এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রক্তের বন্ধন পরিবারের আয়োজন ৩নং আংগারপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আসিফ জাহান পিয়াস খান, ডা. মোস্তাসিম তাহমিদ, সংগঠনের উপদেষ্টা শাহজাহান পাটোয়ারী ও আহ্বায়ক রাশেদ ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যবৃন্দ।
রক্তের বন্ধন সংগঠনটি ২০২০ সালের ২৯ অক্টোবর যাত্রা শুরু করে। এরপরে এই সংগঠনের সদস্যরা এপর্যন্ত ১৮০০ ব্যাগ রক্ত সংগ্রহ করেছে এবং উপজেলার টি ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে মোট প্রায় ১৫ হাজার জনের রক্তের গ্রুপিং নির্ণয় করেছে। এছাড়াও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে উপজেলা বিভিন্ন স্থানে ক্যাম্পেইন করেছে তারা।