পবিপ্রবির আয়োজনে বরিশালে চলছে Eduroam শীর্ষক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা

পটুয়াখালী (দুমকি) প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ রিচার্স এন্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN) এর যৌথ আয়োজনে বরিশাল সদরের বিডিএস কনফারেন্স হলে TEINCC/Asi@Connect/EU A_অর্থায়নে International Workshop on Eduroam for NRENs Campus Network (WENCN) শীর্ষক ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে শুরু হয়েছে। গতকাল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ছাত্র ও শিক্ষক (টিএসসি) ভবনের কনফারেন্স হলে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেলিটক বাংলাদেশ লি. এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এ. কে. এম. হাবিবুর রহমান ও বাংলাদেশ রিচার্স এন্ড এডুকেশন নেটওয়ার্ক (ইফজঊঘ) এর চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব মোহাম্মদ তৌরিত, বিশ্ববিদ্যালয়ের সিসিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ শামসুজ্জামান, সংশ্লিষ্ট প্রকল্পের কো-প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুল ইসলাম। এছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থী, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে কর্মশালার আহবায়ক ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর বিশ্ববিদ্যালয়ের সিএসআইটি বিভাগের চেয়ারম্যান প্রফেসর চিন্ময় বেপারী জানান, TEINCC/Asi@Connect/EU এর পঞ্চম আহ্বানে পরিচালিত ÒCapacity Development for Implementing Eduroam in NRENs (CDIEN)Ó প্রকল্পের অধীনে উক্ত কর্মশালাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪২ জন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ও সিস্টেম এনালিস্ট সরাসরি অংশগ্রহণ করেন। এছাড়াও অংর@ঈড়হহবপঃ এর বেনিফিসিয়ারী আরো ৮ টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। উক্ত কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে ক্যাম্পাসে এডুকেশনাল রোমিং নেটওয়ার্ক (ঊফঁৎড়ধস) ডিজাইন এবং এর ব্যবস্থাপনার উপরে অংশগ্রহনকারীগন হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করছেন যা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের রোমিং নেটওয়ার্ক ডিজাইন ও তার ব্যবস্থাপনার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে সহায়ক হবে। ঊফঁৎড়ধস ব্যবহারকারীগণ নিজ নিজ ক্যাম্পাসের বাইরে বিশ্বেও যে কোন দেশে রোমিং নেটওয়ার্ক এর অন্তর্ভূক্ত ক্যাম্পাসে অবস্থানকালে অটোমেটিকলি ইন্টারেনটের সাথে সংযুক্ত হয়ে যাবেন।
গতকাল থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালাটি আগামি ২৪ অক্টোবর সমাপ্ত হবে।