চ্যান্সেলরকে জড়িয়ে ধরা জার্মান ব্যক্তিকে ৫১০০ ডলার জরিমানা

২০২৩ সালে চ্যান্সেলর ওলাফ শলৎসের নিরাপত্তা দলের চোখ ফাঁকি দিয়ে চ্যান্সেলরকে জড়িয়ে ধরা এক জার্মান ব্যক্তিকে ৪,৫০০ ইউরো (৫,১০০ ডলার) জরিমানা করা হয়েছে। কর্তৃপক্ষ তার নাম গোপন রেখেছে, একই সঙ্গে তার ড্রাইভিং লাইসেন্স আড়াই বছরের জন্য স্থগিত করা হয়েছে।

২০২৩ সালের মে মাসের ওই ঘটনার পর পালিয়ে যাওয়া ব্যক্তিকে মঙ্গলবার (১৫ এপ্রিল) সাজা দেওয়া হয়।

রুশ সংবাদমাধযম আরটির প্রতিবেদন অনুসারে, ফ্রাঙ্কফুর্ট শহরে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ২৫তম বার্ষিকী শেষে চ্যান্সেলর যখন বার্লিনে ফিরছিলেন, তখন একটি কালো অডি গাড়ি চালিয়ে লোকটি শলৎসের মোটর শোভাযাত্রায় যোগ দেন। ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পৌঁছানোর পর গাড়ি থেকে নেমে ওই ব্যক্তি শলৎসের সঙ্গে হাত মেলান এবং তাকে জড়িয়ে ধরেন। এরপর পুলিশ তাকে আটক করে।

ডয়চে ভেলের মতে, লোকটি জোর দিয়ে বলেছেন, তিনি ভুল করে শোভাযাত্রায় ঢুকে পড়েছিল। তিনি ব্যাখ্যা করেন, কোকেনে মত্ত ছিলেন এবং দুই দিন ধরে পার্টি করছিলেন। আদালত তাকে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো এবং অনুপ্রবেশের জন্য দোষী সাব্যস্ত করেছে।

চ্যান্সেলর ওলাফ শলৎস এএফপিকে বলেছেন, মানুষের ‘হ্যালো’ বলা এবং শুভেচ্ছা জানানো কখনই আমাকে বিশেষভাবে প্রভাবিত করে না। এটা খুবই স্বাভাবিক এবং আমি এই পরিস্থিতিকে নাটকীয়ও মনে করিনি।

চ্যান্সেলরের মুখপাত্র উলফগ্যাং বুয়েচনার পরে সাংবাদিকদের বলেন, স্কোলজ কোনো পর্যায়েই হুমকি বোধ করেননি।

সাম্প্রতিক বছরগুলোতে জার্মান রাজনীতিবিদদের ওপর মৌখিক এবং শারীরিক আক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়ছে। ২০২৪ সালে একটি লাইব্রেরিতে একটি অনুষ্ঠানের সময় একজন আততায়ী বার্লিনের অর্থনীতিমন্ত্রী ফ্রানজিস্কা গিফির মাথায় আঘাত করে।