তাড়াইলে আদর্শ সরকারি প্রথমিক বিদ্যালয়, সচেতনামূলক স্কুল পরিদর্শন

মজিবুল হক চুন্নু তাড়াইল উপজেলা (কিশোরগঞ্জ) প্রতিনিধি ঃ

আজ ১৬এপ্রিল তাড়াইল সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয় সকাল ১১ ঘটিকায় সময় স্কুলটি পরিদর্শন করেন তাড়াইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান, পরিদর্শন সময়কালীন বাচ্চাদেরকে সালাম বিনিময় করে,তাদের খোঁজ খবর নেন, প্রথমেই বাচ্চাদের কাছে জানতে চান, আপনারা বাড়ি থেকে স্কুলে আসা-যাওয়ার মাধ্যমে
কেউ যদি খাবার খাদ্য কিছু দেয়, তাহলে আপনারা খাবেন কি ? সব বাচ্চারা একবাক্যে বললেন না স্যার, রাস্তা খাবারের মাঝে যেকোন ধরনেরই উদ্দেশ্য থাকতে পারে,যে খাবারটা জীবনের ঝুঁকি পূর্ন হতে পারে, তাই আমরা রাস্তায় কিছু খাব না। তাছাড়া রাস্তাঘাটে খাওয়া-দাওয়া করলে যে কোন সময় আমাদের অসুবিধা হতে পারে।এরকমভাবে একাধিক ক্লাস উনি পরিদর্শন করেছেন।তাড়াইল থানার অফিসার ইনচার্জ বিদ্যালয়ে পরিদর্শ করায়, সকল শিক্ষক ও ছাত্র ছাত্রী খুশি। এই পরিদর্শন তাড়াইল এর জন্য বিরল। এরকম পরিদর্শন যদি মাঝে মাঝে স্কুল গুলিতে সব সময় হয়। এছাড়া ছাত্রদের মনোবল অনেক উঁচু হবে।
অফিসার ইনচার্জর সাথে সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃহাবিবুর রহমান ও সহকারী শিক্ষক আলিয়া ফেরদৌসী , এস আই মোঃরফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিশেষে স্কুলের প্রতি উন্নয়ন কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে উনার ভিজিট শেষ করেন।