নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় জমি-জমার জেরে হামলা চালিয়ে তিনজনকে আহতের প্রতিবাদ ও এ ঘটনায় দায়ের করা মামলার আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। শনিবার বিকাল সাড়ে ৪টায় সংঘর্ষের স্থল উপজেলার খন্দকার মালঞ্চি আকছেদের মোড়ে এসব কর্মসূচী পালন করা হয়। এলাকাবাসীদের সাথে আহতদের রক্তাক্ত জখমের ছবি নিয়ে স্বজনরা মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন। মানববন্ধন শেষে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার বাদি হাবিবুর রহমান। এছাড়াও এসময় মারধোরের বর্ণণা এবং দাবি তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য দেন মারপিটের শিকার সোহান, এলাকাবাসীদের পক্ষে গৃহবধু সাবিনা, হাফসা, বৃদ্ধ তছলিম উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, জমিজমার দ্বন্দ্বের জের এবং খন্দকার মালঞ্চি এলাকার মসজিদকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বুলবুল-মিজানুরসহ ৫-৬ জনের একটি দল হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে তিনজনকে গুরুত্বর আহত করে। এসময় ব্যবসার নগদ ৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ওইদিন রাতে হাবিবুর রহমান বাদি হয়ে একটি মামলা করেন। ওই মামলার তিন দিন পার হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। বক্তারা এ ঘটনায় হামলার প্রতিবাদ জানিয়ে তারা দ্রুত আসামী গ্রেফতারের দাবি জানান। এ বিষয়ে ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার দিনই মামলা রেকর্ড করা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
