মৌলভীবাজারে লন্ডন প্রবাসীর মৌরসী ভূমি জোরপূর্বক জবরদখলের চেষ্টা

মৌলভীবাজার প্রতিনিধি :মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়ন এর বনগাঁও গ্রামেরলন্ডন প্রবাসী মৃত : আব্দুল জব্বার এর পুত্র মোহাম্মদ আব্দুল আজিজ এর মৌরসী সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে প্রতিবেশী মুহিদ মিয়া (৬০), শাহ আলম (৩০), নুর আলম (২৬), কাওছার মিয়া (৬০), আক্তার মিয়া (৫০), গিলমান মিয়া (৪৮), জাবেদ মিয়া (৩৯) গংদের বিরুদ্ধে। ১২ এপ্রিল শনিবার দুপুরে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনেলিখিত বক্তব্য ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ আব্দুল আজিজ জানান-মৌলভীবাজার সদর উপজেলার- মৌজা : বনগাঁও, জে এল নং- ৯৫, এসএ খতিয়ান নং-৭৮, এস এ দাগ নং- ১০০/১১৭, আর,এস খতিয়ান নং- ১৪২/৭১/১৪০, আরএস দাগ নং- ৯০ দাগে ৫০ শতক ও আর এস ৭৩ নং দাগে ০৫+০৬ = ১১ শতক। মোট মোয়াজি ৬১ শতক ভূমি মৌরসী সুত্রে প্রাপ্ত মালিক ও দখলদার হিসাবে ইউনিয়ন পরিষদে ট্যাক¥ ও খাজনা পরিশোধ করে আসতেছেন। স্ব-পরিবারে প্রবাসে বসবাস করার কারণে প্রতিবেশী মুহিদ মিয়া গংরা উক্ত ভূমিতে রোপনকৃত গাছ গাছালী কাটিয়া নিয়া উক্ত ভূমিতে জোরপূর্বক কাজ শুরু করেন। প্রতিবাদ করলে প্রানে হত্যা করার জন্য উদ্যত হন। বিষয়টি স্থানীয় গন্যমান্য লোকজনকে অবগত করা হলেও সমাধান না হওয়ার কারণে এ বিষয়ে মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত (পিটিশন মামলা নং- ৮৯/২৫ইং (সদর) দায়ের করেন। বিজ্ঞ আদালত তপসীল বর্ণিত ভূমিতে ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারা জারী করেন এবং উভয়ং পক্ষকে শান্তি-শৃংখলা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন। এবং এতদবিষয়ে আগামী ১২/০৫/২০২৫ইং, প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ-কেনির্দেশনা প্রদান করেন। মৌলভীবাজার মডেল থানার পুলিশ বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুসরন করে সরেজমিন গিয়ে উভয় পক্ষদ্বয়-কে নোটিশ প্রদান করেন। কিন্তু- মুহিদ মিয়াগংরা বিজ্ঞ আদালতের নির্দেশনা অমান্য করে তাদের কাজসহ যাবতীয় কার্যক্রম অব্যাহত রাখেন। বিজ্ঞ আদালতের নির্দেশনা অমান্য করে প্রতিপক্ষের লোকজনজোরপূর্বক কাজ শুরু বিষয়ে অবগত হয়েও মৌলভীবাজার মডেল থানার পুলিশ এ বিষয়ে কোন আইনানুগ প্রদক্ষেপ গ্রহন করে নি। উল্টো প্রবাসীকে হয়রানীর শিকার হতে হয়েছে। মুহিদ মিয়াগংরা স্থানীয় ভাবে প্রভাব বিস্তার করে মামলার স্বাক্ষীকে জোরপূর্বক লিখিত ভাবে স্বাক্ষী প্রত্যাহার করতে বাধ্য করে। বিজ্ঞ আদালত কর্তৃক বিগত ০৮/০৪/২০২৪ইং তারিখে স্থিতাবস্থা এর আদেশ (মামলা নং- ৯৬/২০২৪ইং, বাদী- আব্দুল আজিজগং- বিবাদী- মুহিদ মিয়া গং) বহাল রয়েছে। তিনি আরো জানান- প্রতিবেশীদের এহেন আচরণেনিরাপত্তা হীনতায়পরিবারের লোকজন বাংলাদেশে আসতে ভয় পাচ্ছেন।