বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আমাদের মূল বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা। আমরা ওটার ওপরেই কাজ করছি।
মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে আরও ১০০টি পণ্যকে শুল্কমুক্ত তালিকায় যুক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। আশা করি, তার ইতিবাচক প্রভাব পড়বে।
যে চিঠি দেওয়া হয়েছে, তার রেসপন্স পেয়েছেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন, না আমরা এখনও কোনো রেসপন্স পাইনি। বিভিন্ন ধরনের বিশ্লেষণ করছি যে, কী কী পণ্য দিয়ে আমরা বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পারি। আসলে বিষয়টা অতি পরিবর্তনশীল একটা বিষয়।
১০০টি পণ্যে জিরো ট্যারিফ করা হবে, সেটা নিয়ে কোনো পজিটিভ ইমপ্যাক্ট পড়বে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন, অবশ্যই, আমরা আশা করছি দেখেই তো এই পরিশ্রম করছি। আমরা নির্ণয় করার চেষ্টা করছি, কীভাবে আমাদের বাণিজ্য ঘাটতিটাকে কমিয়ে আনা যায়।