আদমদীঘি মাদরাসায় আবারো চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি আদমিয়া ফাজিল মাদরাসায় আবারো চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (৭এপ্রিল) দিবাগত রাতে চোরচক্র ইবতেদায়ী শাখার অফিস কক্ষের দরজার তালার লক ভেঙে এই চুরির ঘটনা ঘটায়। প্রায় ৫ মাস একই কক্ষে চুরির ঘটনা ঘটেছিল।
আদমদীঘি আদমিয়া ফাজিল মারাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও: ফজলুর রহমান জানান, গত সোমবার দিবাতগত রাতে চোরচক্র মাদরাসায় ঢুকে ইবতেদায়ী শাখার অফিস কক্ষের তালার লক ভেঙে ঘরে ভিতরে রাখা আলমারি ও টেবিলের ড্রয়ারের তালা ভেঙ্ েকিছু কাগজপত্র তছনছ করে ২টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে থানায় অবহিত করা হয়েছে।