নাটোরে করোনা আক্রান্ত হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু ।। ৫দিনের ব্যবধানের দুইজনের মৃত্যু

নাটোরে করোনা আক্রান্ত হয়ে শফিকুল ইসলাম কনক ২৬নামে এক ব্যাংক কর্মকর্তারমৃত্যু হয়েছে। আজ ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। কনক ন্যাশনাল ব্যাংকনাটোর শাখায় ফাস্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। কনক শহরের কানাইখালী মহল্লার ঠিকাদার পলাশ আহমেদের ছেলে।এনিয়ে গত৫দিনের ব্যবধানে করোনায় দুইজনের মৃত্যু হল।আর মঙ্গলবার পর্যন্ত নাটোর জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর আক্রান্ত রোগীর সংখ্যা সরকারি হিসাবে ১২৯৪ জন।জেলা স্বস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে,নাটোরে নমুনা পরীক্ষায় মানুষের আগ্রহ না থাকায় বাড়ছে ঝুকি।
পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, ব্যাংক কর্মকর্তা শফিকুল ইসলাম কনক গত২৪মার্চ নাটোর সদর হাসপাতালে করোনা পরীক্ষার নমুনা দেন। জ্বীন এক্সপার্টেতার নমুনা পজেটিভ আসে। এরপর থেকে তিনি শহরের কানাইখালি মহল্লার নিজবাড়িতেই আইসোলেশনে ছিলেন। আজ ভোরে তার মৃত্যু হয়। সকালে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়।