তাড়াশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১ ঘন্টার মধ্যে বিদ্যুৎ পেল ৮ গ্রাহক

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ও তাড়াশ উন্নয়ন মেলার আয়োজনে তাড়াশ পল্লী বিদ্যুৎ অফিসের আলোর ফেরিওয়ালার মাধ্যমে গ্রাহকের আবেদনের ভিত্তিতে ১ ঘন্টার মধ্যে জরুরী সেবার আওতায় ৮ জন গ্রাহককে নতুন সংযোগ প্রদান করা হয়েছে।

জানা গেছে, রবিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ও তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজিত উন্নয়ন মেলায় অংশ গ্রহন করে। তাড়াশ পল্লী বিদ্যুৎ অফিস ১ঘন্টার মধ্যে জরুরী সেবায় খুঁটিগাছা বটতলা জামে মসজিদের এক খুটি লাইন নির্মান সহ ৮ জন আবাসিক বিদ্যুৎ গ্রাহককে নতুন সংযোগ প্রদান করে ।

এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ পল্লী বিদ্যুৎ অফিসে ডেপুটি জেনালে ম্যানেজার (ডিজিএম) আশরাফ খান, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক শামচুল মির্জা,এজিএম রাব্বুল হাসান, ইন্সপেক্টর আব্দুস সাত্তার, লাইন টেকনিসিয়ান মোঃ হায়দার আলী সহ পল্লী বিদুৎ অফিসের কর্মচারী বৃন্দ।

উলেখ্যঃ এ ছাড়াও তাড়াশ উন্নয়ন মেলায় অংশ গ্রহন করে মেলা পরিচালনা কমিটির ও বিচারকদের মুল্যায়নে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করেছেন।