পাবনার সাঁথিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উৎযাপন করেছে ভুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়। বুধবার সকালে উপজেলার ভুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উৎযাপন করা হয়। বিদ্যালয়ের সভাপতি ও ভুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ আবু ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র সম্পকীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যডঃ শামসুল হক টুকু এমপি। তিনি বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। ২০৪১ সাল পর্যন্ত ভিশণ নিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের উজ্জীবিত হতে বলেন। বিএনপি-জামায়াত উগ্রপন্থীরা যেন সংখ্যালঘু বা আ;লীগকে কোন ক্ষতি করতে না পারে নেতাকর্মীদের সে বিষয়েও সজাগ থাকতে বলেন প্রধান অতিথি। সন্ত্রাস ও মাদক মুক্ত শিক্ষাঙ্গন তৈরী করতে শিক্ষক ও অভিভাবকদের বলেন তিনি। বিশেষ অতিথি ভাষা সৈনিক রণেশ মৈত্র কারাগরে এক সাথে বঙ্গবন্ধুর কাটানো ও তাঁর জীবন বিষেয়ে তুলে ধরেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুর্শিয়া খাতুন স্বাগত জানানোর পর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাষা সৈনিক একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক রণেশ মৈত্র, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুলাহ আল মাহমুদ দেলায়ার, পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, অধ্যাপক ডাঃ আবু সাইদ, আ’লীগ নেতা হাসান আলী, আঃ মালেক প্রমুখ। বিদ্যালয়ের সহকারি শিক্ষক আঃ রাজ্জাকের পরিচালনায় মুজির জন্ম শত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উৎযাপনের আগে বিদ্যালয়ের তিন তলা ভবনের উদ্বোধন করেন অতিথি বৃন্দ। বক্তাগন স্বাধীনতার ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনী তরুন প্রজন্মের নিকট তুলে ধরেন।