বগুড়া সদর থানার অভিযানে শতাধিক ইয়াবা সহ গ্রেফতার ২

সোমবার বগুড়া সদর থানা পুলিশ শহরের ঠনঠনিয়া বাসটার্মিনাল ও নামাজগড় ট্রাক টার্মিনালে অভিযান চালিয়ে মোট ১২০ পিস ইয়াবা সহ দুজনকে গ্রেফতার করেছে। বগুড়া সদর থানার এস আই শরিফুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ঠনঠনিয়া বাসটার্মিনাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ঠনঠনিয়া এলাকার মিডসিটি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে মোঃ মাহবুব (২৩) কে গ্রেফতার করে। এসময় তার কাছে বিশেষ ভাবে রাখা ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ মাহবুব বগুড়া জেলার আদমদীঘি উপজেলার মুড়ইল তালুকদার পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে। এসআই শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মাহবুবকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে এদিন বেলা সোয়া ১২টার দিকে শহরের নামাজগড় ট্রাক টার্মিনাল এলাকায় সদর থানার এসআই মুক্তার মাহমুদ ও সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ বিপুল মন্ডলকে (৩৪) গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিপুল মন্ডল বগুড়া শহরের নামাজগড় এলাকার বাবু মন্ডলের ছেলে। বগুড়া সদর থানার তদন্ত ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। বগুড়া সদর থানা পুলিশের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।