সুনামগঞ্জের শাল্লায় সংখ্যা লঘু সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘর ও মন্দির ভাংচুর, লুটপাট ও মধ্যযুগীয় কায়দায় উগ্র মৌলবাদীদের বর্বোরচিত নৃশংস হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাতে পাবনার চাটমোহর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ সোমবার সকাল ১১ টায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে।
চাটমোহর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমারের সভাপতিত্বে পৌরসদরের দোলবেদীতলা এলাকায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভা ও মানববন্ধনে চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রবীর দত্ত, জয়দেব কুন্ডু গনো, কিংকর সাহা, সঞ্জিত সাহা কিংশুক, আঃলীগ নেতা আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব কুমার বিশ্বাস, তরুন পাল, নূরে আলম মঞ্জু, সম্ভু কুন্ডুসহ হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ, সাংবাদিক, সুধীজন উপস্থিত ছিলেন। তারা এ ঘটনার সাথে সম্পৃক্তদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।