মুজিব শতবর্ষে

★ মেজবাউল হাসান ★★

শতবর্ষ জন্ম দিনে
মুজিব তোমায় সালাম
হৃদয় নিংড়ানো ভালবাসাটুকু
সবই তোমায় দিলাম।

বঙ্গবন্ধু মুজিব তুমি
বেচে আছ হৃদয়ে
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
গর্ব তোমায় নিয়ে।

আজকে তোমার জন্ম দিন
শত বর্ষ মাঝে
ভালবাসায় ভরিয়ে দিব
সকাল দুপুর সাঁঝে।

ছিল তোমার প্রতিবাদি কন্ঠ
ছোট্ট কাল হতে
জুলুম অত্যাচার পারনি তুমি
সহ্য করে নিতে।

জন্ম তোমার হয়েছিল বাংলায়
স্বাধীনতার তরে
স্বাধীন জীবন ফিরিয়ে দিলে
বাংলা মায়ের ঘরে।

তোমারই সুবাধে পেয়েছি আজ
জন্ম ভুমির স্বাধীনতা
তুমি ছিলে অকুতোভয় এক
বিশ্ব নন্দিত নেতা।

তোমারই চেতনায় জাগিল মোদের
স্বাধীনতা পাওয়ার স্বাদ
তোমারই কানে বেজেছিল সেদিন
মজলুমের আর্তনাদ।

স্বাধীনতার ডাক দিয়েছ তুমি
৭ই মার্চ এর ভাষনে
ঘরে ঘরে দূর্গ গড়ে তোল
ভয় করোনা মরনে।

শ্রেষ্ঠ তুমি বিশ্ব নেতা
শ্রেষ্ঠ তোমার ভাষন
শতবর্ষ জন্মদিনে
করছে জাতি স্মরণ।

স্বাধীনতার লাল সূর্য এনেছ
দেশ করেছ স্বাধীন
থাকবে তুমি হৃদয় কোনে
অম্লান চিরদিন।