রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালিত

বিনম্র শ্রদ্ধা আর উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও প্রশাসনের উদ্যোগে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। মহানগরীর মোড়ে মোড়ে প্রচারিত হয়েছে বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্ববোধক গান। এছাড়া চলে চিত্রাংকন প্রতিযোগিতা আলোচনা সভা আর রক্তদান কর্মসূচি। সকালে নগরভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও কাউন্সিলরবৃন্দরা। এরপর কর্মকর্তা-কর্মচারীব এবং কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানসহ জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া বিকেলে নগর ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,সন্ধ্যায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির আয়োজন করা হয়। সকালে কুমারপাড়াস্থ আ:লীগ কার্যালয়ের পাশে স্বাধিনতা চত্তরে বঙ্গবন্ধুসহ চার জাতীয় নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক করেন মেয়র খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি শাহিন আকতার রেনী, সেক্রেটারী ডাবলু সরকারসহ নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে নগরভবনসহ বিভিন্ন ভবনে আলোকমালায় সজ্জিত করা হয়েছে। দুপুরে দু:স্থদের মাঝে খাবার বিতরন করা হয়। এদিকে, বাগমারায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। চারঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ দিবস পালিত হয়েছে। চারঘাট মডেল থানার তত্ত¡াবধানে বুধবার সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন। এরপর উপজেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যুরাল প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর হতে চারঘাট বাজার পর্যন্ত আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। পুঠিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২১ উৎযাপিত হয়েছে। জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার সূর্যদের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।