পাবনা শহরের মধ্য ইছামতি নদীর সীমানা নির্ধারন এবং পিলার বসানো শুরু

পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদীর সীমানা নির্ধারন কাজ শুরু করা হয়েছে। পিলার বসানো হবে দ্রæত। ৩১ মার্চ চলবে উচ্ছেদ অভিযান এবং খনন কাজ। মন্ডলপাড়া ব্রিজ থেকে মেড়িল বাইপাস সড়ক পর্যন্ত খনন কাজ এবং লাইব্রেরী বাজার ছোট ব্রিজ থেকে মেড়িল বাইপাস পর্যন্ত চলবে উচ্ছেদ অভিযান। ইতোমধ্যে মাইকিং করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মাইকিং এ বলা হয়েছে , নদীর সীমানায় যে কোন স্থাপনা নিজ নিজ খরচে অপসারণ করতে হবে। নতুবা উচ্ছেদের সময় বড় ধরনের ক্ষতির সম্মুখিন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন না। ১৫ মার্চ শহরের খেয়াঘাট ছোট ব্রিজের দু‘পারে সীমানা নির্ধারণ করছেন পাউবো সহকারী পরিচালক মোশারফ হোসেন , উপ-সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ, সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল মমিন, এসিল্যান্ড মিজানুর রহমান, সার্ভেয়ার রাসেল আহমেদ, পাউবো সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন ট্রেচার ফজর আলী, চেইনম্যান রশিদুল ইসলাম, গাড়ী চালক ফরিদুল ইসলাম প্রমুখ। একাজে সহযোগিতা করেন পাবনার পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমনা হাবিব, সাংগঠনিক সম্পাদক ড. মনছুর আলম, সদস্য শিক্ষানবিশ আইনজীবী মীর ফজলুল করিম বাচ্চু, প্রাক্তন কৃষি কর্মকর্তা নাজিম উদ্দীন, বিপ্লব ভৌমিক, এম এ ছালাম, কবি মধুসুদন মজুমদার প্রমুখ।