গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের কৃষিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, গ্রামীন কৃষিতে ব্যাপক উন্নয়ন ঘটাতে হবে।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজলপুর ইউনিয়নের শীতলাই গ্রামে গত ১৫ মার্চ সন্ধ্যায় অনুষ্ঠিত সমালয় পদ্ধতিতে চাষাবাদ র্শীষক এক কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। তিনি আরো বলেন, কৃষকে বহুমুখী ফসল উৎপাদন করে লাভবান হতে হবে। কৃষকদের উন্নত কৃষি যন্ত্রপাতি অর্ধেক মুল্যে প্রদান করা হবে। দিনাজপুরের গামের রাস্তার দুধারে সুবুজেভরা ফসল দেখে প্রান জুড়িয়ে গেছে।
বাংলাদেশ কৃষি বিভাগের মহা পরিচালক মোঃ আশাদুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মোঃ ইকবালুর রহিম এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, কুষি মন্ত্রনায়য়ের সিনিয়র সচিব, মিসবাহুল ইসলাম, জেলা প্রশাসক খালে মােহাম্মদ জাকী, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপ-পরিচালক তহিদুল ইকবাল,
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, সহকারী কমিশনার মোঃ ডালিম সরকার ও উপজেলা কৃষি অফিসার আবু রেজা মোঃ আসাদুজ্জামান সুজালপুর ইউপি চেয়ারম্যান মহেষ চন্দ্র রায়, সমালয় পদ্ধতিতে চাষাবাদের কৃষক বক্তব্য রাখেন। এর আগে অতিথিগণ বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করেন।