বগুড়ায় করোনায় প্রাণ গেলো এক বৃদ্ধের, নতুন আক্রান্ত ১

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ জন এবং মারা গেছেন এক বৃদ্ধ। এনিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হলো ১০ হাজার ৫৩ জন। আর মারা গেলেন ২৫৩ জন।
সোমবার বগুড়া সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় (১৪ মার্চ) মোট ১০০ টি নমুনা পরীক্ষায় ১ জনের করোনা পজিটিভ হয়। এরমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ৯৬টি নমুনা পরীক্ষায় একজন এবং জেলার টিএমএসএস হাসপাতালে ৪টি নমুনা পরীক্ষায় সব নেগেটিভ হয়। জেলায় করোনা ভাইরাসে মোট সুস্থ হয়েছে ৯ হাজার ৭৭০ জন। জেলায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৫৩ জনের। আর বর্তমানে সরকারি হিসেবে জেলায় মোট চিকিৎসাধীন রয়েছে ৩০ জন।
এছাড়া গত রোববার জেলা শহরের ঠনঠনিয়া এলাকার বাসিন্দা রুহুল আমিন (৭৭) করোনায় আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান তুহিন।