চাটমোহরে আদিবাসী শিক্ষার্থী সম্মাননা অনুষ্ঠিত

পাবনার চাটমোহরে আদিবাসী শিক্ষার্থী সম্মাননা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। আদিবাসী শিক্ষার্থী সম্মাননা প্রদান কমিটি হান্ডিয়াল চাটমোহর পাবনার আয়োজনে, চন্ডিপুর আদিবাসী বহুমুখী সমবায় সমিতি এবং সমাজী ফাউন্ডেশনের সহায়তায় শনিবার সকাল এগারোটায় চাটমোহর উপজেলার বাঘলবাড়িকৈ গ্রামে অবস্থিত আদিবাসী কমিউনিটি সেন্টারে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রকল্প পরিচালক মমিন মুজিবুল হক টুটুল সমাজী। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল খালেক, হান্ডিয়াল কলেজের অধ্যক্ষ মহসীন আলী, সমাজী ফাউন্ডেশন হান্ডিয়াল ইউনিটের সাধারণ সম্পাদক আবু শাহীন, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান। পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করায় ৩৫ জন আদিবাসী শিক্ষার্থীকে সম্মাননা জানানো হয়। রাম প্রসাদ মাহাতোসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। শিক্ষায় অগ্রসর একটি পরিবারকে এ অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয়।