নেত্রকোনার কলমাকান্দায় এক গৃহবধুকে (২৭) ধর্ষণের ঘটনায় এক যুবক আত্মসমর্পণ করেছেন। বুধবার দুপুরে নেত্রকোনা আদালতে আত্মসমর্পণ করেন তিনি। যুবকের নাম সোহাগ নংমিন (৩২)। ঘটনার ছয় দিন পর নিজের আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। আত্মসমর্পণের পরে আদালতের কাছে জামিন প্রার্থনা করেন। তবে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে নেত্রকোনা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই মামলার তদন্ত কর্মকর্তা কলমাকান্দা থানার উপপরিদর্শক মো. সুলতান আহম্মেদ আত্মসমর্পণের পরে কারাগারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের রাশিদুলের বসত বাড়ির পশ্চিম পার্শ্বে সাবিত্রী নংমিনের পতিত ভিটায় ওই গৃহবধূকে ধর্ষণ করে সোহাগ নংমিন। পরে গত বৃহস্পতিবার (৪ মার্চ) ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে কলমাকান্দা থানায় সোহাগ নংমিনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার ছয়দিন পর সোহাগ নংমিন নিজের আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন।
এই মামলার তদন্ত কর্মকর্তা কলমাকান্দা থানার উপপরিদর্শক মো. সুলতান আহম্মেদ বলেন, মামলা দায়েরের পরে আমরা ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছি। বুধবার দুপুরে সোহাগ নংমিন নিজের আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন। আদালত সোহাগকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।