রাজশাহীতে ট্রাকের ধাক্কায় নারী নিহত, ট্রাকসহ চালক আটক

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় পারুল বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত পারুল বেগমের বাড়ি নগরীর শাহমখদুম থানার বড়বাড়িয়া মহল্লায়। তার স্বামীর নাম সেলিম হোসেন। দুর্ঘটনার পর ট্রাক জব্দসহ চালককে আটক করা হয়েছে এবিষয়ে কাশিয়াডাঙ্গা থানার (ওসি) মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে জানান, পারুল বেগমের বড় মেয়ের শ্বশুর বাড়ি পদ্মা নদীর ওপারে চর মাজারদিয়াড় গ্রামেতে। তিনি সাত বছরের ছোট মেয়ে লাবিবা খাতুনকে নিয়ে পারুল বড় মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। এবং সেখান থেকে মঙ্গলবার তিনি বাড়ি ফিরছিলেন। পর্থের মধ্যে কাশিয়াডাঙ্গা মোড়ে এসে তিনি সড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ঘাতক ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে হাত ধরে থাকা মেয়ে লাবিবা দূরে ছিটকে মাটিতে পড়ে যায়। আর গুরুতর আহত হন পারুল বেগম। পরে ঘটনাস্থলেই থাকা কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি গাড়িতে করে দ্রæত পারুলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রামেকের মর্গে ময়নাতদন্ত শেষে বিকালে নিহত পারুল বেগমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।