বগুড়ায় সোমবার দিনব্যাপী শহরের জলেশ^রীতলা পুরাতন শিল্পকলা একাডেমী ভবনে সমিতির কার্যালয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি বগুড়া জেলা শাখার ২০২০ইং বর্ষের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
সমিতির জেলা শাখার চেয়ারম্যান আলহাজ¦ শামসুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও সমিতির বগুড়া জেলা শাখার সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম। সভায় ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মো: নওয়াব আলী এবং হিসাব পেশসহ ২০২১ সালের প্রস্তাবিত বাজেট পেশ করেন সমিতির কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা। সমিতির বগুড়া সদর উপজেলা শাখার সভাপতি এ,বি,এম আব্দুর রশিদ এর পরিচালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সমিতির ভাইস চেয়ারম্যান যথাক্রমে অধ্যাপক মো: মোজাম্মেল হক ও অধ্যাপক মো: আব্দুল গফুর, সদস্যবৃন্দ যথাক্রমে আবিদুর রহমান, অধ্যাপক মো: আহম্মদ আলী, সরকারি আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ একেএম সালামত উল্ল্যাহ, মো: গোলাম মোস্তফা, মোজাম্মেল হক, সাহেরা বেগম, প্রমুখ। উল্লেখ্য, ২০২০ সালের বার্ষিক প্রতিবেদনে সমিতির সাধারণ সম্পাদক জানান যে, ২০২০ সালে সমিতির মোট আয় হয়েছে ২৪ লক্ষ ৭৬ হাজার ৪’শ ৩৪ টাকা এবং ২০১৯ সালের খরচ হয়নি মর্মে অবশিষ্ট ছিল ৫০ হাজার ৪’শ ৪৭ টাকা যাতে সমিতির মোট তহবিল দাঁড়ায় ২৫ লক্ষ ২৬ হাজার ৮’শ ৮১ টাকা যার মাঝে অত্যন্ত স্বচ্ছতা ও সুপরিকল্পিতভাবে সারা বছরে বিভিন্ন খাতে ব্যয় হয়েছে ২৩ লক্ষ ৭৪ হাজার ৮’শ ৭৫ টাকা এবং এখন পর্যন্ত বছর শেষেও অবশিষ্ট রয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৬ টাকা। এছাড়াও তিনি জানান, সমিতির বর্তমানে ২টি এফডিআর রয়েছে ১১ লক্ষ টাকার এবং জরুরী চিকিৎসা তহবিলে জমা রয়েছে ২ লক্ষ ৫ হাজার ৪২ টাকা। সভায় সর্বসম্মতিক্রমে ২০২১ সালের সমিতির প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৪০ লক্ষ ৭২ হাজার টাকা যাতে সভায় উপস্থিত সকলে সন্তুষ্টি প্রকাশ করেছেন।