ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ শ্লোগাণকে প্রতিপাদ্য করে ঈশ্বরদীতে আন্তর্জাতিক নারী দিবস দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার (৮ মার্চ) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং ঈশ্বরদী পৌরসভার উদ্যোগে পৃথক পৃথক ভাবে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালী শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস। সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা সুলতানা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিণ পিয়া।
বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাকিলা জাহান, মাধ্রমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, তথ্য কর্মকর্তা চন্দ্রা বিশ্বাস, সমাজসেবা অফিসার মাসুদ রানা, মহিলা আওয়ামী লীগের সাবিনা খাতুন প্রমূখ।
এদিকে পৌরসভা আয়োজনে অনুষ্ঠিত র্যালী শেষে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র ইছাহক আলী মালিথা। সভাপতিত্ব করে নারী কাউন্সিলর ফিরোজা বেগম।
এসময় পৌরসভার সচিব জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল, কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, রহিমা খাতুন, ফিরোজা বেগম, কামাল হোসেন, মনিরুল ইসলাম সাবু, জাহাঙ্গীর হোসেন, আমিনুল ইসলাম, ওয়াকিল আলম, আবুল হাসেম, আব্দুল লতিফ মিন্টু, আবু জাহিদ উজ্জ্বল, ইউসুফ আলী প্রধানসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।