নাটোর প্রতিনিধি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র সাড়ে তিন বছরে বাংলাদেশ বিনির্মানে ভুমিকা রেখেছেন। নির্বাচনের সময় মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষকে বিভান্ত করা হয়। নৌকায় ভোট দিলে দেশ ভারত হবে, মাথায় টুপি থাকবে না। মানুষ এসব কথা আর বিশ্বাস করে না। কারন তারা জনগনকে ভাংতাবাজি ছাড়া কিছু দিতে পারিনি। বিএনপি জামাত সন্ত্রাসীদেরহাতে কেউ নিরাপদ ছিলো না। আমাদের জীবনের মায়া ত্যাগ করে চলতে হয়েছে। দীর্ঘ ৩৭ বছর পর চলনবিলের মানুষ উন্নয়ন উপহার পেয়েছে। প্রতিটি গ্রামকে জননেত্রী শেখ হাসিনা সরকার শহরে পরিনত করছে। শহরের সকল সুবিধা গ্রামের নাগরিকরা ভোগ করতে পারে সে জন্য সরকার কাজ করছে।
প্রতিমন্ত্রী শনিবার বিকেলে নাটোরের সিংড়া উপজেলার শহরবাড়ি ও কয়ড়াবাড়ি গ্রামে ৩ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে ২ কি: মি: সাবমার্সিবুল রাস্তার ভিত্তি প্রস্থর কাজের শুভ উদ্বোধন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউপি সদস্য আবু হানিফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা,উপজেলা আওয়ামী ধর্ম বিষয়ক স¤পাদক মাওলানা রুহুল আমিন, স্বাস্থ্য বিষয়ক স¤পাদক শরফরাজ নেওয়াজ বাবু, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম শরিফ, ইউপি সদস্য বাবু প্রমুখ।
তিনি আরো কলেন, আমি চলনবিলের সন্তান হিসেবে নিজেকে গর্ববোধ করি। এক সময় চলনবিলে পায়ে হাটা রাস্তা ছিলো না। ২৬ বছর বয়সে চলনবিলবাসি আমাকে ভোট দিয়ে মহান সংসদে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছে। আমি তাদের ভালোবাসা ভুলবো না, আজীবন মানুষের কল্যাণে কাজ করে যাবো। চলনবিলে ব্যাপক উন্নয়ন সরকার করছে।। আগামী ইউপি নির্বাচন নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন অব্যহত রাখার জন্য সবাইকে আহবান জানান।
এর আগে প্রতিমন্ত্রী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।