ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাবনা জেলা কমিটির উদ্যোগে শনিবার (৬ মার্চ) পাবনায় র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালি শেষে পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রাজ্জাক। সঞ্চলনা করে পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কৃষক নেতা আহসান হাবিব।
বক্তব্য রাখেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ক্ষেতমজুর নেতা কমরেড সন্তোষ রায় চৌধুরী, জেলা কমিটির সদস্য বীরমু্িক্তযোদ্ধা কমরেড শাহ আলম, বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুল জব্বার, কমরেড শওকত আলী, কমরেড পান্না বিশ্বাস, কমরেড সালফী আল ফাত্তাহ্।
চাটমোহর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল কাদের, বাংলাদেশ কৃষক সমিতির পাবনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড জামাত আলী মন্ডল, ডাঃ অলোক কুমার মজুমদার, প্রভাষক জাকিরুল মওলা সুমন, কমরেড আলাউদ্দিন, কমরেড শাহিনুর রহমান শাহিন, কমরেড হাবিবুর রহমান, কমরেড সিদ্দিকুর রহমান, কমরেড শ্বরণ সন্ন্যাস এসময় উপস্থিত ছিলেন।
এসময় জেলা সভাপতি কমরেড আব্দুর রাজ্জাক বলেন, ১৯৪৮ সালের এই দিনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। ১৯৫০ সালে খাপরা ওয়াডর্, ৫২ ভাষা আন্দোলন, ৬৯ এর অসহযোগ আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে, ১৯৯০ সালের সৈরাচার বিরোধী আন্দোলন, নামকো, তেভাগা আন্দোলন সকল গণতান্ত্রিক লড়াই সংগ্রামে সিপিবির রয়েছে রক্তাত অবদান। সিপিবি’র গৌরবজ্জল ভূমিকার জন্য পাবনা বাসীকে তিনি সিপিবির পতাকাতলে সমাবিত হওয়ার আহবান জানান।