বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় শনিবার সকালে শহরের জলেশ^রীতলা পুরাতন শিল্পকলা একাডেমী ভবনের অস্থায়ী কার্যালয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) মাসিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা দুপ্রকের সভাপতি সাবেক সচিব আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় পর্যায়ক্রমে বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি যথাক্রমে অধ্যাপক মো: মোজাম্মেল হক ও নাহিদুজ্জামান নিশাদ, জেলা দুপ্রকের কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এ্যাড. বিনয় কুমার দাষ, ইমতিয়াজ আহম্মেদ, বাবুল আখতার রিপন, সোহানা রহমান, আল-মামুন সরদার, রহিমা খাতুন (রিমা) এবং সঞ্জু রায়। এসময় উপস্থিত ছিলেন সদস্য তহমিনা পারভীন শ্যামলী, সাবেক সদস্য জাহাঙ্গীর হোসেন তোতা, হারুনার রশিদ প্রমুখ। সভায় আগামী ১৭ই মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জেলা দুপ্রকের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পকস্তবক অর্পণ, কোরআন খতমের মাধ্যমে মাদ্রাসায় দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনার ব্যবস্থাকরণ, শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ছাড়াও দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় শনিবারের সভায়।