দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নে রামকৃষ্ণ আশ্রমে বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি পরিষদ এর আয়োজনে উৎসবমুখর পরিবেশে স্বামী বিবেকানন্দের ১৫৯তম জন্ম জয়ন্তী পালিত হয়েছে। শুক্রবার দিনব্যাপি নানা আয়োজনে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রম চত্ত¡রে ভোর থেকে মঙ্গলাআরতি, প্রার্থনা, স্বামীজীর বিশেষ পূজা ও পুস্পাঞ্জলী প্রদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ পুর্ব আলোচনা সভায় সাংবাদিক ধনেশ পত্রনবীশ এর সঞ্চালনায় ময়মনসিংহ রামকৃষ্ণ আশ্রম এর অধ্যক্ষ শ্রী মৎ স্বামী ভক্তি প্রদানন্দ মহারাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল, বিশেষ অতিথি ছিলেন, প্যানেল মেয়র (৩) মো. সাচ্চু মিয়া, দিরাই রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী ইষ্টানন্দ মহারাজ, আয়কর উপদেষ্টা অজয় সাহা, পুজা উদযাপন পরিষদের আহবায়ক এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা শ্রী নিরঞ্জন দাস, কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র সাহা, স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ দুর্গাপুর এর সভাপতি গৌতম দাস, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার প্রমুখ। আলোচনা শেষে শুক্রবার সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।