মোঃ আফতাব হোসেন ,চাটমোহর, পাবনা
ঐতিহাসিক ৭ই মার্চ, দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় পাবনা জেলার আটঘরিয়ায় পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় শীর্ষে। পাবনা জেলা প্রশাসকের শিক্ষা ও কল্যান শাখার নির্দেশনায় আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্ববধানে ১ মার্চে ঐতিহাসিক ৭ই মার্চ, দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আটঘরিয়া উপজেলা মিলনায়তনে ৭ মার্চের ভাষণ, কবিতা আবৃতি, সংগীত, নৃত্য ও চিত্রাংকন অনুষ্ঠিত হয়। প্িরতযোগিতায় “খ” বিভাগে মাধ্যমিক পর্যায়ে ৭ মার্চের ভাষণ ও কবিতা আবৃতিতে পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া সাইম শানু প্রথম স্থান অধিকার করে। সংগীতে আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফারজানা ইসলাম তরঙ্গ এবং চিত্রাংকনে দেবোত্তর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আফরিন ইলা অপি প্রথম স্থান অধিকার করে। আগামী ৫ মার্চে জেলা পর্যায়ে প্রতিযোগিতা হবে। আটঘরিয়া উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর আহবায়ক ছিলেন শিপ্রা রাণী মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার, সদস্য অধ্যাপক, পারখিদিরপুর ডিগ্রী কলেজে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারি প্রোগ্রামার।