পাবনা জেলা প্রশাসক মোঃ কবীর মাহমুদ বলেছেন, ইছামতি নদীর দু‘পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নদী খননের সকল প্রতিবন্ধকতা শেষ হয়েছে। খুব শীঘ্রই নদীর দু‘পারের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নদী খননের কাজ শুরু করা হবে। তিনি আরও জানান, উচ্ছেদ ও খনন কাজের উদ্বোধন করবেন পাবনা – ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নদী রক্ষা কমিটির সভায় সভাপতির ভাষণে উপরোক্ত কথাগুলো বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আফরোজা আখতার ‘র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পাউবো পাবনার সহকারী পরিচালক মোশারফ হোসেন এবং ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ নেওয়াজ, চাটমোহর উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈকত ইসলাম, সুজানগর উপজেলা নিবার্হী কর্মকতা মোঃ রওশন আলী, বেড়া উপজেলা নিবার্হী কর্মকতা মোহাঃ সবুর আলী, আটঘরিয়া উপজেলা নিবার্হী কর্মকতা মোছাঃ ফুয়ারা খাতুন, ঈশ্বরদী উপজেলা নিবার্হী কর্মকতা পিএস ইমরুল কায়েস, সাঁথিয়া উপজেলা নিবার্হী কর্মকতা এস এম জামাল আহম্মেদ, ভাঙ্গুরা উপজেলা নিবার্হী কর্মকতা সৈয়দ আশরাফুজ্জামান সহ সকল উপজেলা এসিল্যান্ডগন উপস্থিত ছিলেন।