লালপুরে খাল পুন:খনন উদ্ধোধনের একদিন পরেই প্রকল্প কমিটির উপর হামলা মহিলা সহ আহত ৫

লালপুরে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল কতৃক খাল পুন:খনন উদ্ধোধনের একদিন পরেই প্রকল্প কমিটির উপর অতর্কিত হামলার ঘঠনায় মহিলা সহ ৫ জন গুরুতর আহত হয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
আহত ৫ জন হলো লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দ রায় পুর গ্রামের আব্দুল আজিজ এর ছেলে জিল্লুর রহমান (৩৮), জমশেদ আলীর ছেলে জিয়াউর রহমান (৪০), নাসের আলীর ছেলে মনোয়ার হোসেন (৩২), অসীত চক্রবর্তী (৪৫) তার ছেলে পার্থ চক্রবর্তী (১৭) ও তার স্ত্রী কনিকা চক্রবর্তী (৪০)।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার (২৮ ফেব্রæয়ারি) সকাল ১০ টার সময় প্রকল্প কমিটির সভাপতি জিল্লুর রহমান সহ অন্য সদস্যরা নান্দরায়পুর বিলে খাল খননের কাজ তদারকি করে ফেরার পথে ২০-২৫ জন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালালে ৪জন আহত হয়। নিজ সন্তান পার্থ চক্রবর্তীকে বাঁচাতে গিয়ে মা কনিকা চক্রবর্তীও আহত হন।
এব্যাপারে প্রকল্প কমিটির সভাপতি জিল্লুর রহমান জানান , কমিটির অন্য সদস্যদের নিয়ে নান্দরায়পুর বিলে খাল খননের কাজ তদারকি করে ফেরার পথে আবুল হোসেন ছেলে আকরাম হোসেন, গোলাম রসুল এর ছেলে আরিফ হোসেন , মৃত আমান উল্লার ছেলে বাবু মোল্লা সহ ২০-২৫ জন সন্ত্রাসী বাহিনী আগ্নেয়াস্ত্র, হাঁসুয়া, রামদা, হাতুড়ী সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমাদের চিৎকারে এলাকা বাসি এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এলাকা বাসির সহায়তায় আমরা লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছি। চিকিৎসার কারণে মামলা করতে বিলম্বিত হচ্ছে।