নাটোরের বাগাতিপাড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আÍহত্যা

নাটোরের বাগাতিপাড়ায় গলায় ফাঁস দিয়ে বিলকিস খাতুন (২২) নামের এক গৃহবধূ আÍহত্যা করেছে। নিহত গৃহবধূ বিলকিস খাতুন উপজেলার জামনগর ইউনিয়নের জালালপুর গ্রামের সেলিম উদ্দিনের স্ত্রী। গতকাল শুক্রবার বিকেলে বিলকিস স্বামী ও ২ বছরের ছেলে সন্তান রেখে নিজ বাড়িতে আÍহত্যা করেন।

বিলকিসের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বামী ও ছেলে কান্না করতে থাকে, তাদের কান্নায় আশে পাশের লোক জড়ো হয় এবং তারা থানার ফোন করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে শোনা যায়, স্বামী দিন মজুর হওয়ার কারণে তার পরিবারে অশান্তি লেগেই থাকতো। ঠিক মতো খাবার দাবারও খেতে পেত না তারা, সব সময় মুখ ভাড় করে দেখা যেতো তাকে। আশঙ্কা করা যাচ্ছে এইসব কারণেই সে আÍহত্যার পথ বেছে নিয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ওসি নাজমুল হক জানান, মরদেহ ময়না তদন্তের রিপোর্ট আসলে স¤পূর্ণ বোঝা যাবে। এছাড়াও থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।